সরাসরি কৃষকদের কাছ থেকে মুগ ডাল কিনছে প্রাণ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ০৩ জুন ২০২০

করোনাভাইরাস সংক্রমণের মধ্যেও চুক্তিভিত্তিক কৃষক ও খামারিরা যেন উৎপাদিত পণ্য বিপণনে বিপাকে না পড়েন, সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ। এর অংশ হিসেবে প্রাণ প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে দেশের কয়েকটি জেলার কৃষকদের কাছ থেকে মুগ ডাল সংগ্রহ করছে।

প্রাণ ডাল ভাজা, ডাল মিক্স, প্রাণ হালিম মিক্স ও ডাল তৈরির জন্য চলতি বছর নাটোর, ভোলা, পটুয়াখালী ও বরগুনার চুক্তিবদ্ধ খামারিদের কাছ থেকে মুগ ডাল সংগ্রহ করছে প্রাণ। এ বছর ৫ হাজার মেট্রিক টন মুগ ডাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। মে মাসে শুরু হওয়া এ কার্যক্রম চলবে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত।

jagonews24

প্রাণ এগ্রো বিজনেস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা মাহতাব উদ্দিন বলেন, ‘চলতি বছর ৪ হাজার ৩০০ একরের বেশি জমিতে প্রাণের চুক্তিভিত্তিক কৃষকরা মুগ ডাল চাষ করেছেন। প্রাণ-এর প্রতিনিধিরা কেজিপ্রতি ৬০ থেকে ৭০ টাকা দরে এসব মুগ ডাল সংগ্রহ করছেন। বর্তমানে মুগ ডাল উৎপাদনে প্রাণ এর ৪ হাজার চুক্তিভিত্তিক কৃষক রয়েছেন।’

jagonews24

তিনি আরও বলেন, ‘ফেব্রুয়ারি থেকে মার্চ-এই সময়কে মুগ ডাল চাষের উপযুক্ত সময় বিবেচনা করা হয়। এ সময়ে প্রাণ-এর পক্ষ থেকে চুক্তিভিত্তিক কৃষকদের ভালো মানের বীজ, জৈব সার, প্রশিক্ষণসহ বিভিন্ন ধরনের সহায়তা দেয়া হয়। এতে কৃষকরা একদিকে যেমন উপকৃত হন, অন্যদিকে প্রাণও ভালো মানের ফসল পেয়ে থাকে। সংগৃহীত ফসল নাটোর ও নরসিংদীর ঘোড়াশালে অবস্থিত প্রাণ কারখানায় প্রক্রিয়াজাত করা হয়।’

jagonews24

প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, ‘প্রাণ কৃষিপণ্যনির্ভর একটি প্রতিষ্ঠান। দেশের অর্থনীতি বাঁচাতে সরকার করোনার মধ্যেও কৃষি পণ্যের উৎপাদন ও বিপণন স্বাভাবিক রাখতে নির্দেশনা দিয়েছেন। প্রাণও এই সময়ে কৃষকদের পাশে থেকে কাজ করে চলছে। দুধ, চাল কিংবা ডাল-সবকিছুই সংগ্রহ হচ্ছে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে।’

এফআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।