সহকর্মীদের শুভেচ্ছায় সিক্ত এশিয়ার শ্রেষ্ঠ গভর্নর


প্রকাশিত: ০১:২২ পিএম, ১৫ অক্টোবর ২০১৫

এশিয়ার শ্রেষ্ঠ কেন্দ্রীয় ব্যাংক গভর্নর ড. আতিউর রহমানকে ফুলেল সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ব্যাংকের সর্বস্তরের কর্মীরা। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে গভর্নর বলেন, দেশের মুদ্রা ও আর্থিক খাতের রেগুলেটরি প্রতিষ্ঠান ব্যাংকে আস্থানির্ভর নীতি-অ্যাপ্রোচ গ্রহণে অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতিস্বরূপ আমাকে ২০১৫ সালের জন্য ‘ইমার্জিং মার্কেটস এশিয়ার সেরা কেন্দ্রীয় ব্যাংক গভর্নর’ নির্বাচিত করেছে।
 
গভর্নর এই পুরস্কার দেশের পরিশ্রমী ও উদ্যমী উদ্যোক্তা, মুক্তিযুদ্ধের শহিদ এবং তাঁর সবসময়ের পরামর্শদাতা ও নির্দেশক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎসর্গ করেছেন।
 
অনুষ্ঠানে ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন চেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাডভাইজার আল্লাহ মালিক কাজেমী, ডেপুটি গভর্নর আবুল কাসেম, আবু হেনা মোহা. রাজি হাসান, নাজনীন সুলতানা, নির্বাহী পরিচালক মো. আহসান উল্লাহ, মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী, নির্মল চন্দ্র ভক্ত, আব্দুর রহিম, মিজানুর রহমান জোদ্দার, বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমির প্রিন্সিপাল মো. জামসেদুজ্জামান, প্রধান অর্থনীতিবিদ বিরূপক্ষ পাল, সিনিয়র ইকোনোমিক এডভাইজার ফয়সল আহমদ, মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান, ড. আবুল কালাম আজাদ, আবু ফারাহ মো. নাসের, প্রভাষ চন্দ্র মল্লিক, নুরুন নাহার প্রমুখ।

উল্লেখ্য, যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক বাণিজ্য সাময়িকী ‘দি ইমার্জিং মার্কেটস’ কর্তৃক প্রদত্ত ‘এশিয়ার শ্রেষ্ঠ কেন্দ্রীয় ব্যাংক গভর্নর ২০১৫’ পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশ  ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

এসআই/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।