বাজারে এসেই শীর্ষে কেডিএস এক্সেসরিজ
পুঁজিবাজার থেকে আইপিওর মাধ্যমে অর্থ সংগ্রহকারী প্রতিষ্ঠান কেডিএস এক্সেসরিজের শেয়ার বাজারে আসার প্রথম দিনই লেনদেনের শীর্ষে উঠে এসেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৪০৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যার মধ্যে ৫৫ কোটি বা ১১ দশমিক ১৩ শতাংশ শেয়ার ছিল কেডিএস এক্সেসরিজের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
দিন শেষে কেডিএসের ৫৩ লাখ ৬৮ হাজার ১৯৬টি শেয়ার মোট ২৩ হাজার ৯৩৯ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ৪৫ কোটি ৭৭ লাখ ২ হাজার টাকা।
এদিকে বৃহস্পতিবার ডিএসইতে কেডিএস এক্সেসরিজের লেনদেন শুরুর প্রথম দিনে ৬৪ টাকা ৭০ পয়সা বা ৩২৩ দশমিক ৫০ শতাংশ দর বেড়েছে। এ দিন শেয়ার দর ৭৫ টাকায় ওপেনিং প্রাইজ হলেও সর্বশেষ ৮৪ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়।
কোম্পানিটি পুঁজিবাজারে ১ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে ২৪ কোটি টাকা সংগ্রহ করেছে। কোম্পানির প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। এরমধ্যে ১০ টাকা প্রিমিয়াম ধরা হয়েছে।
বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা অন্যান্য কোম্পানির মধ্যে লাফার্জ সুরমা সিমেন্টের শেয়ারে লেনদেন হয়েছে ৩২ কোটি ৮১ লাখ ৮০ হাজার টাকা, বেক্সিমকো ফার্মার ১৯ কোটি ৫৪ লাখ ৭৬ হাজার টাকা, জিপির ১১ কোটি ৯৩ লাখ ৯০ হাজার টাকা, ইউনাইটেড এয়ারের ১১ কোটি ৩২ লাখ ১২ হাজার টাকা, আমান ফিডের ৯ কোটি ৯৪ লাখ ৯ হাজার টাকা, সিভিও পেট্রোকেমিক্যালের ৮ কোটি ৫২ লাখ ৭ হাজার টাকা, ব্র্যাক ব্যাংকের ৭ কোটি ৮২ লাখ ৬১ হাজার টাকা, এমারেল্ড অয়েলের ৭ কোটি ৩৩ লাখ ৮৯ হাজার টাকা, সিটি ব্যাংকের ৭ কোটি ২৬ লাখ ৯৮ হাজার টাকা, বিএসআরএম স্টিলের ৬ কোটি ৮১ লাখ ৩৪ হাজার টাকা, স্কয়ার ফার্মার ৬ কোটি ৪০ লাখ ৪৪ হাজার টাকা, মোজাফফর হোসেন স্পিনিংয়ের ৫ কোটি ৯০ লাখ ৮৯ হাজার টাকা, ট্রাস্ট ব্যাংকের ৫ কোটি ২৪ লাখ ২০ হাজার টাকা, ইউসিবিএলের ৫ কোটি ৯ লাখ ৫৮ হাজার টাকা, আরএকে সিরামিকের ৪ কোটি ৪০ লাখ ৬ হাজার টাকা, অ্যাপোলো ইস্পাতের ৪ কোটি ৩৪ লাখ ৩৩ হাজার টাকা, প্রিমিয়ার সিমেন্টের ৪ কোটি ২৩ লাখ ৯৭ হাজার টাকা, প্রাইম ব্যাংকের ৪ কোটি ২৩ লাখ ১২ হাজার টাকা এবং জিবিবি পাওয়ারের শেয়ারে লেনদেন হয়েছে ৪ কোটি ৮ লাখ ৮৭ হাজার টাকা।
এসআই/এসএইচএস/পিআর