পতন বৃত্তে শেয়ারবাজার


প্রকাশিত: ১০:০০ এএম, ১৫ অক্টোবর ২০১৫

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের উভয় পুঁজিবাজারে কমেছে সব ধরনের সূচক। একই সঙ্গে হ্রাস পেয়েছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর। তবে টাকার অংকে বেড়েছে লেনদেনের পরিমাণ।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, গত সপ্তাহের পতনের ধারাবাহিকতা চলতি সপ্তাহেও অব্যাহত রয়েছে। চলতি সপ্তাহের রোববার বড় দরপতনের পর সোমবার সূচক ঘুরে দাঁড়ালেও মঙ্গলবার মিশ্রপ্রবণতায় শেষ হয় লেনদেন। তবে বুধ ও বৃহস্পতিবার আবারো দরপতন হয় শেয়ারবাজারে।  

বৃহস্পতিবার দিন শেষে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৯ পয়েন্ট কমে ৪ হাজার ৬৭৬ পয়েন্টে অবস্থান করছে এবং শরীয়াহ সূচক  ডিএসইএস ১২ পয়েন্ট কমে এক হাজার ১১৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২১ পয়েন্ট কমে এক হাজার ৭৬৬ পয়েন্টে অবস্থান করছে।

দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৪০৪ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা আগের দিনের চেয়ে ৯৬ কোটি টাকা বেশি। বুধবার লেনদেন হয়েছিল ৩০৮ কোটি টাকা।

বৃহস্পতিবার ডিএসইতে ৩২০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ১৭৬টির আর অপরিবর্তিত রয়েছে ৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৭৭ পয়েন্ট কমে ৮ হাজার ৭১১ পয়েন্টে অবস্থান করছে। সিএসই৫০ সূচক ১১ পয়েন্ট কমে ১ হাজার ৪৬ পয়েন্টে, সিএসই ৩০ সূচক ৪৮ পয়েন্ট কমে ১২ হাজার ৭১৪ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১২৪ পয়েন্ট কমে ১৪ হাজার ৩১৯ পয়েন্টে এবং সিএসআই শরীয়াহ সূচক ১২ পয়েন্ট কমে ৯৭৭ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে মোট ২২৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ৬৫টির, কমেছে ১৩২ টির আর অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৩৫ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

এসআই/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।