রবিতে চট্টগ্রাম ওয়াসার বিল পরিশোধের সুবিধা


প্রকাশিত: ০৯:০১ পিএম, ১৪ অক্টোবর ২০১৫

এখন থেকে চট্টগ্রাম ওয়াসার বিল গ্রহণ করবে মোবাইল ফোন অপারেটর রবি। সম্প্রতি চট্টগ্রাম ওয়াসা কার্যালয়ে এ সংক্রান্ত একটি চুক্তি সই করেছেন উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

ওয়াসার গ্রাহকদের এখন থেকে ব্যাংকে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করা লাগবে না। বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রবি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসার ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী একেএম ফজলুল্লা, ডিএমডি মোহাম্মদ আবদুল আওয়াল, সেক্রেটারি মো. শামসুদ্দোহা ও চিফ অ্যাকাউন্টস অফিসার মো. জাকির হোসেন ভূঁইয়া।

অনুষ্ঠানে রবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) অ্যান্ড হেড অব ডিজিটাল সার্ভিসেস মোহাম্মদ মঞ্জুর রহমান, ভাইস প্রেসিডেন্ট দেওয়ান নাজমুল হাসান ও ম্যানেজার মো. নজরুল ইসলাম জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরএম/বিএ  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।