ফুড প্রো মেলায় প্রাণ-এর বিশেষ ছাড়


প্রকাশিত: ০৮:৪৪ পিএম, ১৪ অক্টোবর ২০১৫

তৃতীয়বারের মতো শুরু হওয়া ‘ফুড প্রো বাংলাদেশ-২০১৫’ মেলায় বিশেষ ছাড় দিচ্ছে বাংলাদেশের অন্যতম খাদ্য প্রক্রিয়াজাত প্রতিষ্ঠান ‘প্রাণ’। মেলায় ক্রেতা আকর্ষণের জন্য প্রাণ সব ধরনের পণ্যে দিচ্ছে ১০ শতাংশ মূল্য ছাড়। এছাড়াও প্রাণ-এর কমল পানীয় প্রাণ আপ, কালার্স কোলা, প্রাণ ফুটোসহ গ্রাহকদের জন্য ১০টি পণ্যে রয়েছে বিশেষ মূল্য ছাড়।

মেলা সম্পর্কে জানতে চাইলে প্রাণ ফুড লিমিটেডের চিফ অব এক্সপোর্ট মো. মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, দেশের নেতৃত্বদানকারী খাদ্য প্রক্রিয়াজাত প্রতিষ্ঠান হচ্ছে প্রাণ। ভোক্তা ও ক্রেতাকে আমাদের পণ্যের মান সম্পর্কে জানাতে ফুড প্রো মেলায় অংশগ্রহণ করেছি। এছাড়াও প্রাণ স্বাস্থ্য সম্মত আর গুণগত মানের পণ্য তৈরি করছে তা ক্রেতাদের পরিচয় করিয়ে দিচ্ছি।

তিনি বলেন, প্রাণ-এর উৎপাদিত খাদ্য পণ্য দেশর গণ্ডি পেরিয়ে এখন বিদেশে রফতানি হচ্ছে। মেলায় অনেক বিদেশি ক্রেতা আসছেন যারা আমাদের পণ্য সম্পর্কে জানতে পারবেন। এছাড়াও এই মেলা নতুন উদ্যোক্তা তৈরিতে উদ্বুদ্ধ করবে বলে তিনি জানান।

তিনি জানান, স্ন্যাকস, কনফেকশনারি, বেভারেজ, মসলা, চাল, বিস্কুট ও ডেইরিসহ সব ধরনের পণ্যেই মেলায় ক্রেতাদের জন্য বিশেষ ছাড় রয়েছে। নূন্যতম ১০০ টাকার পণ্য কিনলেই ১০ টাকা ছাড় পাবেন ক্রেতারা।

এছাড়াও প্রাণের কমল পানীয় প্রাণ আপ, কালার্স কোলা, প্রাণ-ফুট, প্রাণ ডিংকিং ওয়াটার টাংগো প্রাণ লাচ্ছি, সানড্রোপ, পাওয়ার এনার্জি ড্রিক, ওসকার মেল্ট, ভেবারেজে রয়েছে নগদ মূল্য ছাড়।

এদিকে বুধবার থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া চারদিন ব্যাপি এই মেলা চলবে আগামী ১৭ আক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শণার্থীরা মেলা আসতে পারবেন।

বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা), ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ ইন্সপায়ারড প্রকল্প এবং এক্সট্রিম এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট সল্যুশন (ইথ্রি সল্যুশন) যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।

এবার দুটি মেলা একই সঙ্গে চলছে। এগুলো হলো ‘অ্যাগ্রো বাংলাদেশ এক্সপো ২০১৫’ এবং ‘রাইস অ্যান্ড গ্রেইনটেক এক্সপো ২০১৫’। এগ্রো বাংলাদেশ এক্সপো মূলত কৃষি প্রযুক্তি ও কৃষিযন্ত্রের একটি প্রদর্শনী। আর রাইস অ্যান্ড গ্রেইনটেক এক্সপো হলো- চাল উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের যন্ত্রপাতির প্রদর্শনী।

মেলায় ভারত, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, চীন, জার্মানি, সিঙ্গাপুর, জাপান, হল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠানও অংশ নিয়েছে। মোট ২৩০টি স্টলে ১০৫টি প্রতিষ্ঠান তাদের পণ্য ও প্রযুক্তি মেলায় প্রদর্শন করছে।

এসআই/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।