পেঁয়াজের দামে কারসাজি, পাইকার-আড়তদারকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৬ পিএম, ১৭ এপ্রিল ২০২০

হঠাৎ হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম। গত এক সপ্তাহে নিত্যপণ্যটির দাম প্রায় দ্বিগুণ বেড়ে এখন কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকায়। তাই পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাজধানীর পাইকারি বাজার ও আড়তে অভিযান পরিচালনা করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিম।

শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর পুরান ঢাকার শ্যামবাজারের পেঁয়াজের আড়ৎ ও পাইকারি বাজারে অভিযান চালানো হচ্ছে। অভিযান পরিচালনা করছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মণ্ডল।

onion1

তিনি জাগো নিউজকে জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিমের মাধ্যমে শ্যামবাজারের পাইকারি পেঁয়াজের আড়তে অভিযান চালানো হচ্ছে। কিছু প্রতিষ্ঠান বেশি দামে পেঁয়াজ বিক্রি করছে। তাদের কাছে পেঁয়াজের ক্রয় রশিদ চাওয়া হয়। কিন্তু তারা ক্রয় রশিদ দেখাতে পারছেন না আবার অনেকে দেখাতে রাজি হচ্ছে না। তার মানে প্রতিষ্ঠানগুলো অনৈতিকভাবে বাজারের সংকট সৃষ্টি করে বেশি মূল্যে পেঁয়াজ বিক্রি করছে।

onion1

তাই মূল্য তালিকা প্রদর্শন না করে কারসাজির মাধ্যমে পেঁয়াজের দাম বাড়ানোর অপরাধে এখন পর্যন্ত দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। অভিযান চলছে।

এসআই/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।