জয়িতার পণ্যের মান উন্নয়নের সুপারিশ


প্রকাশিত: ১২:৫৪ পিএম, ১৪ অক্টোবর ২০১৫

সরকারি পৃষ্ঠপোষকতায় নারী উদোক্তাদের তৈরি জয়িতার নানান রকমের দেশীয় পণ্যের মান উন্নয়নের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকে তৃণমূল পর্যায়ে জয়িতার পণ্যের সার্বক্ষণিক মনিটরিং এবং পণ্য উৎপাদনের সঙ্গে জড়িত নারীদের যথাযথ দিক নির্দেশনা ও প্রশিক্ষণের সুপারিশ করা হয়। কমিটি সারাদেশে জয়িতার কার্যক্রমের ব্যাপক প্রচার ও প্রসারেরও সুপারিশ করে।

এছাড়া বৈঠকে জয়িতার মাধ্যমে বহুমুখী ব্যবসায় নারীদের অংশগ্রহণ ও জয়িতার পণ্য সনাক্তকরণের জন্য বৈঠকে সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি বেগম রেবেকা মমিনের সভাপতিত্বে কমিটি সদস্য মেহের আফরোজ, মাহাবুব আরা বেগম গিনি, নাসরিন জাহান রত্না, মনোয়ারা বেগম, ফজিলাতুন নেসা ও রিফাত আমিন বৈঠকে অংশ নেন।
 
এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জাতীয় মহিলা সংস্থার মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০১১ সালে রাজধানীর ধানমন্ডি রাপা প্লাজায় জয়িতা সুপার শপ প্রতিষ্ঠিত হয়।

এইচএস/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।