আজ থেকে ফুড প্রো মেলা শুরু


প্রকাশিত: ০৮:৩২ পিএম, ১৩ অক্টোবর ২০১৫

দেশি-বিদেশি বিভিন্ন কোম্পানি যেগুলো সরাসরি ফুড প্রসেসিং সেক্টরের সঙ্গে যুক্ত তাদের অংশগ্রহণে আজ থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপি `তৃতীয় ফুড প্রো বাংলাদেশ ২০১৫` মেলা। রাজধানীর আগারগাঁস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তৃতীয়বারের মতো শুরু হচ্ছে আন্তর্জাতিক মানের এ মেলা।

বাংলাদেশ এগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা), বাংলাদেশ ইন্সপায়ারড ইউরোপিয়ান ইউনিয়নের বাংলাদেশ ভিত্তিক প্রকল্প এবং এক্সট্রিম এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট সল্যুশন লিমিটেড এ মেলার আয়োজন করছে। এই মেলার সঙ্গে `পঞ্চম এগ্রো বাংলাদেশ এক্সপো ২০১৫` এবং `রাইস অ্যান্ড গ্রেইনটেক এক্সপো ২০১৫` নামেও আরো দুটি মেলা অনুষ্ঠিত হবে।

বিকেল সাড়ে ৪টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কার্নিভাল হলে অনুষ্ঠিত হবে মেলার উদ্বোধন করা হবে। চার দিনব্যাপি এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মোক্ত থাকবে।

মেলায় বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, কোরিয়া, তাইওয়ান, চীন, জার্মানি, সিঙ্গাপুর, জাপান, নেদারল্যান্ড, স্পেন, তুরস্ক, মালয়শিয়া, ইন্দোনেশিয়াসহ ১৫টি দেশের ১০৫টি প্রতিষ্ঠান ২৩০টি স্টলে নিজেদের পণ্য এবং সেবা প্রদর্শন করবে।

এএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।