বাংলাদেশে ইউকেবিসিসিআইয়ের কার্যক্রম বিষয়ক বৈঠক


প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ১৩ অক্টোবর ২০১৫

বাংলাদেশে ইউকেবিসিসিআইয়ের কার্যক্রম পরিচালনার জন্য বৈঠক করেছেন সংগঠনের শীর্ষ কর্মকর্তারা। মঙ্গলবার ঢাকার একটি অভিজাত ক্লাবে এ বৈঠক অনুষ্ঠিত হয়।  

বৈঠকে বাংলাদেশে ইউকেবিসিসিআইয়ের কার্যক্রমের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একইসঙ্গে আগামী জানুয়ারিতে বাংলাদেশে ব্যবসায়ীক সফরের বিষয়ে সিদ্ধান্ত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন- এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই, বিসিএর সাবেক সভাপতি ও ইউকেবিসিসিআইয়ের পরিচালক বজলুর রশিদ এমবিই, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পরিচালক ও ইউকেবিসিসিআই স্কটল্যান্ডের প্রেসিডেন্ট এমএ রউফ, ইউকেবিসিসিআইয়ের পরিচালক মোহাম্মদ আব্দুল গনি এবং আম্বার গ্রুপের চেয়ারম্যান ও ইউকেবিসিসিআইয়ের পরিচালক শওকত আজিজ রাসেল।

ইউকে বাংলাদেশ ক্যাটালিস্ট অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউকেবিসিসিআই) ব্রিটিশ-বাংলাদেশি উদ্যোক্তাদের একটি শীর্ষ সংগঠন।

বৈঠক সূত্র জানায়, ২০১৬ সালে বাংলাদেশে ইউকেবিসিসিআইয়ের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার বিষয়ে আলোচনা করেন এ ব্যবসায়ী নেতারা।

সূত্রে জানা গেছে, ব্যবসায়ীক সম্ভাবনা খুঁজতে সংগঠনের একটি দল ৯ থেকে ১৫ জানুয়ারি ঢাকা, চট্টগ্রাম ও সিলেট সফর করবেন। সফরে তারা স্থানীয় ব্যবসায়ী নেতা ও উদ্যোক্তা, মন্ত্রী ও সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। সংবাদ বিজ্ঞপ্তি

এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।