বাজারে পাওয়া যাচ্ছে কেরুর হ্যান্ড স্যানিটাইজার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০২ পিএম, ০৭ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্বল্পমূল্যে নিজেদের তৈরি হ্যান্ড স্যানিটাইজার বাজারে ছেড়েছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের আওতাধীন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। হাত জীবাণুমুক্ত করার লিকুইড ১০০ মিলিলিটারের একটি বোতলের দাম ৫০ টাকা।

মঙ্গলবার (৭ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘কেরুজ হ্যান্ড স্যানিটাইজার’ নামে এই জীবাণুনাশক গত ২৩ মার্চ প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে বাজারে আসে। এর কয়েক দিনের মধ্যে কেরুর হ্যান্ড স্যানিটাইজার স্বল্পমূল্যে সবার হাতে পৌঁছানোর সব উদ্যোগ গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি। হ্যান্ড সেনিটাইজার তৈরিতে অ্যালকোহল লাগে।

দেশের সবচেয়ে ঐতিহ্যবাহী সরকারি শিল্প প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি চিনি উৎপাদনের সাথে বিশ্বমানের অ্যালকোহল উৎপাদন করে। এ কারণেই এই হ্যান্ড সেনিটাইজারের মানের বিষয়ে নিশ্চয়তা দেয়া যাচ্ছে।

দেশে হ্যান্ড সেনিটাইজারের চাহিদা মেটাতে এই প্রতিষ্ঠান সুলভমূল্যে দ্রুততার সাথে বাজারে নিয়ে আসে এই হাত জীবাণুমুক্ত করার লিকুইড। ১০০ মিলিলিটারের একটি বোতলের দাম ৫০ টাকা।

জনসাধারণ যেন হ্যান্ড সেনিটাইজার সহজে কিনতে পারে, এ জন্য বিএসএফআইসির ঢাকার সদর দফতরসহ দেশের মোট ১২টি জায়গায় অবিস্থত কেরুর বিক্রয় কেন্দ্রে (ঢাকার গেন্ডারিয়া, দর্শনা, খুলনা, যশোর, ফরিদপুর, শান্তাহার, পার্বত্যপুর, শ্রীমঙ্গল, পাবনা, ময়মনসিংহ, পাবনা, চট্টগ্রাম) পাওয়া যাচ্ছে কেরুজ হ্যান্ড স্যানিটাইজার।

এছাড়া ঢাকার বিভিন্ন ওষুধের দোকান যেমন মগবাজারের আমানত ফার্মেসি, লাজ ফার্মা, উত্তরা ক্রিসেন্ট হসপিটাল ফার্মেসি, ক্যান্সার হসপিটাল ফার্মেসিতেও পাওয়া যাচ্ছে এ জীবাণুনাশক।

এসআই/এমএসএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।