কেডিএস এক্সোসরিজের লেনদেন বৃহস্পতিবার শুরু


প্রকাশিত: ১০:৩৯ এএম, ১৩ অক্টোবর ২০১৫

পুঁজিবাজার থেকে আইপিওর মাধ্যমে অর্থ সংগ্রহকারী প্রতিষ্ঠান কেডিএস এক্সেসরিজ লিমিটেডের শেয়ার লেনদেন বৃহস্পতিবার শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা গেছে, আগামী ১৫ অক্টোবর শেয়ার বাজারে লেনদেন হবে। এজন্য ইতিমধ্যে কোম্পানিটির আইপিওর লটারিতে পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

কোম্পানির আইপিওতে মোটি ৮২৯ কোটি টাকার আবেদন জমা হয়। এর মধ্যে সাধারণ, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী এবং মিউচুয়াল ফান্ড মিলিয়ে মোট ৮০১ কোটি এবং প্রবাসী বিনিয়োগকারীদের নিকট থেকে ২৮ কোটি টাকার আবেদন জমা পড়েছে।

কোম্পানির আইপিও আবেদন গত ৯ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত জমা নেয়া হয়েছে।

কোম্পানিটি পুঁজিবাজারে ১ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে ২৪ কোটি টাকা সংগ্রহ করেছে। কোম্পানির প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। এর মধ্যে ১০ টাকা প্রিমিয়াম ধরা হয়েছে।

২০১৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৯ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯ টাকা ৬৩ পয়সা ।
অ্যালায়েন্স ফিন্যান্সিয়্যাল সার্ভিসেস লিমিটেড কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে।

এসআই/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।