করোনা মোকাবিলায় ৮৫০ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৬ পিএম, ০৪ এপ্রিল ২০২০

করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশের জন্য ৮৫০ কোটি টাকা (১০০ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। শুক্রবার (৩ এপ্রিল) বিশ্বব্যাংক এ ঋণ অনুমোদন দিয়েছে বলে শনিবার (৪ এপ্রিল) জানিয়েছে ব্যাংকটির ঢাকা কার্যালয়। পাঁচ বছর গ্রেস (বিরতি) দিয়ে ৩০ বছরে এই ঋণ পরিশোধ করতে হবে বাংলাদেশকে।

বিশ্বব্যাংক বলছে, এই ঋণের সুবিধা পাবেন করোনায় সন্দেহভাজন, করোনায় আক্রান্ত, করোনা ঝুঁকিতে থাকা জনগণ, মেডিকেল ও জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তি, মেডিকেল ও পরীক্ষার সেবা সরবরাহ এবং সর্বোপরি জাতীয় চিকিৎসা সেবা।

এ বিষয়ে বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, ‘করোনাভাইরাস মোকবিলায় বাংলাদেশ সরকারের সঙ্গে খুব নিবিড়ভাবে কাজ করছে বিশ্বব্যাংক। এই অর্থায়ন করোনা মহামারি ঠেকাতে বাংলাদেশের জাতীয় পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করবে। সর্বোপরি দেশে নজরদারি ও করোনা পরীক্ষায় সহযোগিতা করবে এ অর্থ। সেই সঙ্গে হাসপাতালগুলোতে চিকিৎসা সরঞ্জাম, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই), ভেন্টিলেটরস, আইসোলেশন ইউনিট সরবরাহ নিশ্চিত করবে।’

পিডি/এমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।