ঘোষিত ৫ হাজার কোটি টাকা প্রণোদনা হতে বরাদ্দ চায় বিজিএপিএমইএ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৩ এএম, ২৭ মার্চ ২০২০

রফতানি খাতের জন্য প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ হাজার কোটি টাকা প্রনোদনা হতে বরাদ্দ চায় বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ)।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিজিএপিএমইএ সভাপতি মো. আব্দুল কাদের খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ রবাদ্দ চা্ওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের যে কোনো সংকটকালীন মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দূরদর্শী চিন্তা দিয়ে অতি সহজে একটি সমাধান বের করেন এবং জাতিকে সঠিক দিক নির্দেশনা দেন।

বৈশ্বিক করোনা ভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতির সঙ্গে বাংলাদেশের অর্থনীতিও সমস্যার সম্মুখীন। বিশেষ করে রফতানিমুখী পোশাক শিল্পসহ অন্যান্য শিল্পখাত নানাবিধ চ্যালেঞ্জে পড়েছে। কারণ বিদেশি ক্রেতারা প্রতিনিয়ত ক্রয় আদেশ বাতিলসহ স্থগিত করে চলেছে। ফলে শিল্প কারখানা চালু রাখা ও শ্রমিক কর্মচারীদের বেতনভাতা প্রদান অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। ঠিক সে মুহূর্তে প্রধানমন্ত্রী দূরদর্শী দৃষ্টিভঙ্গি দিয়ে রফতানিমুখী শিল্পের মালিকরা যাতে শ্রমিক কর্মচারীদের বেতনভাতা প্রদান করতে পারেন সেজন্য পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন।

বিজিএপিএমইএ এক হাজার ৭০০ এর অধিক গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং পণ্যের শতভাগ রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠানসমূহের একটি বাণিজ্যিক সংগঠন। যা বাংলাদেশের পোশাক শিল্পের ৯৫ ভাগ এক্সেসরিজ পণ্য স্থানীয়ভাবে সরবরাহ করে থাকে। এছাড়াও ওষুধ, ক্রোকারিজ, হিমায়িত খাদ্য, সিরামিক, চামড়া ইত্যাদি রফতানি খাতের সব ধরনের মোড়কজাত পণ্যের চাহিদা পূরণ করে থাকে।

এতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং তার নির্দেশনায় কাজ করে উন্নত সোনার বাংলা গড়তে চাই। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর কাছে বিজিএপিএমইএ-এর বিনীত অনুরেোধ, যাতে করে ঘোষিত প্রণোদনা হতে বরাদ্দ পেয়ে এ সেক্টরের সব শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন ভাতাদি প্রদান করে উৎপাদন অব্যাহত রাখতে পারি।

উল্লেখ্য, বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে দেয়া ভাষণে করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধে পাঁচ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠনের ঘোষণা দেন।

এমইউএইচ/এএইচ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।