কর্মকর্তা-কর্মচারীদের অগ্রিম বেতন দিল প্রভাতী কুরিয়ার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:২১ পিএম, ২৪ মার্চ ২০২০

কর্মকর্তা-কর্মচারীদের মার্চ মাসের বেতন অগ্রিম দিয়েছে দেশের অন্যতম কুরিয়ার কোম্পানি প্রভাতী কুরিয়ার লিমিটেড। মঙ্গলবার (২৪ মার্চ) এই বেতন পরিশোধ করা হয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রভাতী কুরিয়ার কর্তৃপক্ষ বলছে, ‌‘বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রভাব পড়েছে সব সেক্টরে। এ দুর্যাগকালীন সময়ে যেন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সমস্যা না হয়, সেজন্য এই ব্যবস্থা।’

‘করোনার কারণে সরকার আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করায় মার্চ মাসের বেতন ৫ এপ্রিলের পরে দেয়া যেত, কিন্তু দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে এবং কোম্পানি তার কর্মকর্তা-কর্মচারীদের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে এই দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নিয়েছে। আর্থিক সেক্টরের নীতিনির্ধারকরা এটিকে একটি মানবিক উদ্যোগ বলে অবহিত করেছেন। জাতির এই দুর্যোগ মুহূর্তে প্রত্যেকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসা উচিত।’

জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।