শেয়ার বিক্রি করবেন ইবনে সিনার উদ্যোক্তা


প্রকাশিত: ০৫:৪৬ এএম, ১২ অক্টোবর ২০১৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইবনে সিনার ড. মো. মোস্তফা কামাল নামের উদ্যোক্তা তার কাছে থাকা সব শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ড. মো. মোস্তফা কামালের কাছে কোম্পানির মোট ১৪ হাজার ৯৬৮টি শেয়ার রয়েছে। তিনি সবগুলো শেয়ারই বিক্রি করবেন বলে ঘোষণা দিয়েছেন। বর্তমান বাজার দরে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে আগামী ২৯ অক্টোবরের মধ্যে তিনি শেয়ার বিক্রয় সম্পন্ন করবেন।

এদিকে সোমবার (১২ অক্টোবর) কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৬৪ টাকা ৩০ পয়সায় দরে বেচা-কেনা হচ্ছে।

উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির প্রতিষ্ঠানটি ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

এসআই/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।