হরতাল প্রত্যাহারের আহ্বান বিআইএর


প্রকাশিত: ০৮:০৬ এএম, ৩০ অক্টোবর ২০১৪

জামায়াতের ডাকা ৭২ ঘন্টার হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বিমা মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)। হরতালের কারণে দেশের ব্যবসার যে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয় তার ফলস্বরূপ সংগঠনটির সভাপতি শেখ কবির হোসেন এই হরতাল প্রত্যাহারের দাবি জানান।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি বলেন, ‘২০১৩ সালের দীর্ঘ দিন হরতালের কারণে দেশের অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব পড়েছিল এখনো তা কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। দেশের ব্যবসায়ী মহল যে মুহূর্তে একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সেই মুহূর্তেই আইন অবমাননা করে আদালতের রায়ের বিরুদ্ধে জামায়াতের ডাকা হরতালের কোনো ভিত্তি নেই।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।