উন্নয়ন প্রকল্পের বাস্তব অগ্রগতি কমেছে
পদ্মা সেতু, মেট্রোরেল ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ সারা দেশে চলতি ২০১৯-২০ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) মোট ১ হাজার ৬১৭টি প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। তবে চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে এডিপির বাস্তব অগ্রগতির (ফিজিক্যাল প্রোগ্রেস) হার কমেছে। তবে বেড়েছে আর্থিক অগ্রগতির হার।
বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তথ্য অনুযায়ী, ২০১৮-১৯ অর্থবছরে জুলাই-ফেব্রুয়ারিতে এডিপির বাস্তব অগ্রগতির পরিমাণ ছিল ৩৯ দশমিক ১৩ শতাংশ। চলতি অর্থবছরের একই সময়ে এডিপির বাস্তব অগ্রগতির হার ৩৭ দশমিক ০৯ শতাংশ। অর্থাৎ, তুলনামূলকভাবে ২ দশমিক ০৪ শতাংশ কমেছে।
আর ২০১৮-১৯ অর্থবছরের এই সময়ে আর্থিক অগ্রগতির পরিমাণ ছিল ৭০ হাজার ৭৭২ কোটি টাকা। আর চলতি অর্থবছরে এই সময়ে আর্থিক অগ্রগতির পরিমাণ ৭৯ হাজার ৭৮৬ কোটি টাকা। অর্থাৎ, এ বছর তুলনামূলকভাবে ১২ দশমিক ৭৪ শতাংশ আর্থিক অগ্রগতির পরিমাণ বেশি হয়েছে।
মঙ্গলবার দুপুরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের সামনে আইএমইডির এসব তথ্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এডিপির বাস্তব অগ্রগতির হার কম হলেও অর্থনৈতিক অগ্রগতিকে আসল অগ্রগতি বলে দাবি করেন পরিকল্পনামন্ত্রী।
করোনাভাইরাসের কারণে এডিপি বাস্তবায়ন শঙ্কায় পড়তে পারে কি-না, এমন প্রশ্নের জবাবে এম এ মান্নান বলেন, ‘বিশ্বে ব্যবসা-বাণিজ্যে মন্দাভাবের একটা আভাস পাওয়া যাচ্ছে। বিশ্বব্যাংক বলেছে, আইএমএফও বলেছে এ কথা। ওরা তো আমাদের চেয়ে অনেক বেশি জ্ঞানী-গুণী ব্যক্তি এবং দেখতেও পাচ্ছেন। আমরা বিশ্বের আলাদা কিছু না। আমাদের ওপর অবশ্যই পড়বে। তবে কতটুকু পড়বে, তা আঁচ করতে পারছি না এই মুহূর্তে। তবে আমাদের বাণিজ্যমন্ত্রী বলেছেন, ভালো দিকটা হলো চিন থেকে ব্যবসা-বাণিজ্য (পণ্য) আসা শুরু হয়ে গেছে। আমরা দ্রুত গতিতে কাজ করে এটা কাভার করার চেষ্টা করব।’
এ সময় ফেব্রুয়ারি মাসের এডিপি বাস্তবায়নের হারও তুলে ধরা হয়। গত অর্থবছরের ফেব্রুয়ারির তুলনায় এ বছর এই সময়ে বাস্তব ও আর্থিক অগ্রগতির হার বেশি।
চলতি অর্থবছরের ফেব্রুয়ারিতে প্রকল্প বাস্তবায়নের হার ৫ দশমিক ০২ শতাংশ, টাকায় যার পরিমাণ ১০ হাজার ৮০৬ কোটি টাকা। গত অর্থবছরে ফেব্রুয়ারিতে এডিপি বাস্তবায়নের হার ছিল ৪ দশমিক ৬৯ শতাংশ, টাকায় যার পরিমাণ ৮ হাজার ৪৯০ কোটি টাকা।
আইএমইডির তথ্য অনুাযায়ী, ২০১৯-২০ অর্থবছরে এডিপিতে মোট বরাদ্দ ছিল ২ লাখ ১৫ হাজার ১১৪ কোটি টাকা। আর ২০১৮-১৯ অর্থবছরে এডিপিতে মোট বরাদ্দ ছিল ১ লাখ ৮০ হাজার ৮৬৯ কোটি টাকা।
চলতি অর্থবছরে এডিপিভুক্ত মোট প্রকল্পের সংখ্যা ১ হাজার ৬১৭টি। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প ১ হাজার ৪০২টি, কারিগরি সহায়তা প্রকল্প ১১৬টি, জাপানি ঋণ মওকুফ সহায়তা প্রকল্প ১টি এবং উন্নয়ন সহায়তা থোক প্রকল্প ৯টি এবং সংস্থার নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত প্রকল্প ৮৯টি।
পিডি/এমএসএইচ/পিআর