ধানমন্ডির পাইনউড রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৪ এএম, ০৪ মার্চ ২০২০

মেয়াদোত্তীর্ণ পণ্য দিয়ে তৈরি করছে খাবার। লাইসেন্স ছাড়াই করছে ব্যবসা। এ অপরাধে ধানমন্ডির অভিজাত পাইনউড রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার রাজধানীর ধানমন্ডি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।

jagonews24

এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করেন বিএফএসএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পংকজ চন্দ্র দেবনাথ।

তিনি জানান, ৩ মার্চ রাজধানীর ধানমন্ডি এলাকায় অবস্থিত ‘Pinewood’ রেস্টুরেন্টে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় রেস্টুরেন্টের রান্নাঘরে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য পাওয়া যায়।

এ ছাড়াও রেস্টুরেন্ট কতৃর্পক্ষ তাদের হালনাগাদ লাইসেন্স প্রদর্শনে ব্যর্থ হয়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এসআই/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।