‘নগদ’ পেমেন্টে স্যামসাং স্মার্টফোনে ৩০ হাজার পর্যন্ত ছাড়’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২০

বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এ পেমেন্ট করে পাওয়া যাচ্ছে সাশ্রয়ী মূল্যে স্যামসাং এস টোয়েন্টি প্লাস ও স্যামসাং এস টোয়েন্টি আলট্রা স্মার্টফোন কেনার সুযোগ।

এখন থেকে নগদ-এ পেমেন্ট করলে স্যামসাং স্মার্টফোন কেনা যাবে ৩০ হাজার টাকা কম মূল্যে। পাশাপাশি পুরোনো স্মার্টফোন এক্সচেঞ্জে সোয়াপ মূল্য তো থাকছেই।

দেশে অনলাইনে পুরোনো পণ্য বিক্রয়ের প্ল্যাটফর্ম নিয়ে এসেছে সোয়াপ। যেখানে একটি পণ্য কোনো ক্রেতা নয়, সরাসরি কিনে নেবে প্ল্যাটফর্মটি নিজেই।

‘নগদ’ পেমেন্টের মাধ্যমে স্যামসাং মোবাইলে ছাড় পেতে গ্রাহককে প্রথমে সোয়াপ অ্যাপটি ডাউনলোড করতে হবে। এরপর পুরোনো মোবাইল ফোন সোয়াপের মাধ্যমে এক্সচেঞ্জ করতে হবে এবং ১০ হাজার টাকা ‘নগদ’-এর মাধ্যমে অগ্রিম বুকিং করতে হবে। পুরো প্রক্রিয়াটি শেষ হলে গ্রাহক ‘নগদ’ এর মাধ্যমে চূড়ান্ত পেমেন্ট করে স্যামসাংয়ের উল্লিখিত স্মার্টফোন কিনতে পারবেন।

এ সুযোগ থাকছে সীমিত সময়ের জন্য। প্রথম ১০০ জনই কেবল সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন দুটি কেনার সুযোগ পাবেন। এ বিষয়ে বিস্তারিত জানতে ‘নগদ’-এর ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তি।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।