সম্প্রসারিত পানি প্রকল্পে অর্থায়ন বৃদ্ধি এডিবির


প্রকাশিত: ০২:২৬ পিএম, ০৬ অক্টোবর ২০১৫

এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি) দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের পানি সম্পদ প্রকল্প সম্প্রসারণে আর্থিক সহযোগিতা বৃদ্ধি করবে।

বাড়তি অর্থায়নে বর্তমান প্রকল্পের আরো ৯টি এলাকায় সম্প্রসারিত হবে। এতে ৮৪ হাজার হেক্টর এলাকা প্রকল্পের আওতাভুক্ত হবে এবং প্রায় ৪ লাখ ৭০ হাজার লোক এই সুবিধার আওতায় আসবে।

মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে এডিবি। ঘোষণায় বলা হয়, এডিবি বাড়তি ৪৫ মিলিয়ন ডলার দেবে এবং নেদারল্যান্ড সরকার এডিবির মাধ্যমে ৭ মিলিয়ন ডলার সরবরাহ করবে। এই অর্থে সাউথওয়েস্ট এরিয়া ইন্টগ্রেটেড ওয়াটার রিসোর্সেস প্লানিং অ্যান্ড ম্যানেজমেন্ট প্রজেক্ট সম্প্রসারণ হবে।

এই প্রকল্প কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং ভূমিহীন কৃষক ও নারীসহ ১ লাখ ৯১ হাজার লোক উপকৃত হবে।

মূল প্রকল্পে এডিবি ২০ মিলিয়ন ডলার এবং নেদারল্যান্ড সরকার ১২ দশমিক ৫ মিলিয়ন ডলার দিয়েছে। এই প্রকল্প বরাদ্দ ২০০৫ সালে অনুমোদিত হয়।

এডিবির দক্ষিণ এশিয়া বিভাগের সিনিয়র রিসোর্স স্পেশালিস্ট নাটসুকো টোটসুকা বলেন, এই প্রকল্পের পাইলট এলাকা নড়াইল ও সেনচুরি বিলে আমরা উল্লেখযোগ্য সাফল্য প্রত্যক্ষ করেছি। এখানে ধান উৎপাদন দ্বিগুণ এবং মাছ উৎপাদন ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্ধিত প্রকল্পের মেয়াদ ২০২২ সালের জুন নাগাদ শেষ হবে।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।