৫০০ টন সুগন্ধি চাল রফতানির অনুমতি
সাকিন ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানকে ৫০০ টন সুগন্ধি চাল রফতানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ২৯ জানুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোছা. নারগিস মুরশিদা স্বাক্ষরিত অনুমোদন পত্রে বলা হয়, দক্ষিণ কমলাপুর মতিঝিল এলাকার সাকিন ইন্টারন্যাশনালকে ৫০০ মেট্রিক টন সুগন্ধি চাল রফতানির অনুমতি প্রদান করা হলো।
তবে এজন্য প্রতিষ্ঠানটিকে বেশকিছু শর্ত জুড়ে দিয়েছে মন্ত্রণালয়। শর্তগুলো হচ্ছে-‘রফতানি নীতি ২০১৮- ২০২১’ অনুসরণ করতে হবে। রফতানিযোগ্য সুগন্ধি চাল ট্রান্সপারেন্ট (স্বচ্ছ) প্যাকেটে প্যাকেটজাত করতে হবে। শুল্ক কর্তৃপক্ষ দ্বারা রফতানিকৃত পণ্যের কায়িক পরীক্ষা করাতে হবে। জাহাজীকরণ শেষে রফতানি সংক্রান্ত সকল কাগজ বাণিজ্য মন্ত্রণালয়ে দাখিল করতে হবে। অনুমতির মেয়াদ ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।
এমইউএইচ/এসআর/জেআইএম