হরতালে শেয়ারবাজারে বাড়ল সূচক-লেনদেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২০

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন প্রত্যাখ্যান করে বিএনপির ডাকা হরতাল শেয়ারবাজারের লেনদেনে কোনো প্রভাব পড়েনি। হরতালের মধ্যে দেশের দুই শেয়ারবাজারে চলেছে স্বাভাবিক কার্যক্রম। বিনিয়োগকারীরাও বেশ আগ্রহ নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন করেছেন। দিন শেষে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম।

রোববার (২ ফেব্রুয়ারি) লেনদেনের শুরুতেই দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থানের আভাস পাওয়া যায়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে।

ডিএসইতে দিনভর লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ে। এতে দিনের লেনদেন শেষে ডিএসইতে ১৬৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১৩৭টির। আর দাম অপরিবর্তিত রয়েছে ৫৪টির প্রতিষ্ঠানের।

বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম বাড়ায় ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৮১ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫২৫ পয়েন্টে অবস্থানে এবং ডিএসই শরিয়াহ্ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ২৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

প্রধান ও বাছাই করা মূল্য সূচকের উত্থানের পাশাপাশি ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৪৬৪ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার। যেখানে আগের দিন (বৃহস্পতিবার) লেনদেন হয় ৪৩৯ কোটি ৬২ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ২৫ কোটি ৫ লাখ টাকা।

টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে লাফার্জহোলসিমের শেয়ার। কোম্পানিটির ৪২ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সামিন পাওয়ারের শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৬৬ লাখ টাকার। ১৫ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে খুলনা পাওয়ার।

এছাড়া লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে- এডিএন টেলিকম, বাংলাদেশ শিপিং করপোরেশন, এস এস স্টিল, প্যারামাউন্ট টেক্সটাইল, গ্রামীণফোন, এমএল ডাইং এবং ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যাল।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৫১ পয়েন্টে। বাজারটিতে লেনদেন হয়েছে ২৭ কোটি ১৮ লাখ টাকা। লেনদেন অংশ নেয়া ২৪১ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১২৩টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।

এমএএস/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।