নতুন গাড়ি নিয়ে এলো মারুতি অল্টো
ভারতীয় গাড়ির বাজারে দাপটের সঙ্গে ব্যবসা করে আসছে মারুতি সুজুকি অল্টো। কেবল অল্টো গাড়ি লঞ্চ হওয়ার পরই মারুতি অন্তত ৩৮ লাখ ইউনিট গাড়ি বিক্রি করেছে। এবার দেশটির বাজারে সিএনজি মডেলের গাড়ি নিয়ে এলো প্রতিষ্ঠানটি। যার দাম শুরু হচ্ছে ৪.৩৩ লাখ টাকা থেকে।
উন্নত প্রযুক্তিসমৃদ্ধ পরিবেশবান্ধব গাড়ি নির্মাণ করাই এখন লক্ষ্য মারুতি সুজুকির। এই প্রচেষ্টার সূচনা হলো নতুন মডেলের এই গাড়ির পথচলা শুরুর মধ্যে দিয়ে। অল্টো বিস ৬- সিএনজি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে পারফরম্যান্স দুর্দান্ত হয় এবং ইঞ্জিনের স্থায়িত্ব বেশি থাকে, সুখ স্বাচ্ছন্দ্য এবং মাইলেজ সব সঠিক মানের ও মাত্রার হয়। এর সঙ্গে পরিবেশের কথা ভুলে গেলেও চলবে না, তাই মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড, পরিবেশ রক্ষায় বদ্ধপরিকর একথাও এ সংস্থা জানিয়েছে।
নতুন এস-সিএনজি মডেলে শুধু পরস্পরের ওপর নির্ভরশীল ইসিইউ (ইলেক্ট্রনিক কন্ট্রোল ইউনিটস) এবং ইন্টেলিজেন্ট ইঞ্জাকশন থাকছে তা নয়, এর সঙ্গে থাকবে উন্নতমানের ড্রাইভাবিলিটি, অর্থাৎ এমনভাবে এই গাড়ি তৈরি হয়েছে যাতে এ অঞ্চলে এই গাড়ি চালাতে কোনো অসুবিধা না হয়।
এনএফ/জেআইএম