ব্রোকার্স অ্যাসোসিয়েশনের নতুন প্রেসিডেন্ট শরীফ আনোয়ার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৫ পিএম, ২১ জানুয়ারি ২০২০

বাংলাদেশ পুঁজিবাজারের শীর্ষ সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন শরীফ আনোয়ার হোসাইন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সংগঠনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে শরীফ আনোয়ার সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন। এছাড়া সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিচার্ড ডি’ রোজারিও ও মোহাম্মদ আলী ভাইস প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন।

গত ১৯ জানুয়ারি সংগঠনের সাবেক পরিচালক ও প্রেসিডেন্ট মো. শাকিল রিজভীর পদত্যাগের ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও অনুমোদনের জন্যে অ্যাসোসিয়েশন মঙ্গলবার ৬৬তম পরিচালনা পর্ষদ সভা আহ্বান করে। সভায় পর্ষদ সদস্যদের সর্বসম্মতিক্রমে মো. শাকিল রিজভীর পদত্যাগপত্র গ্রহণ ও অনুমোদন দেয়া হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পাশাপাশি একই সভায় পরিচালনা পর্ষদ সভার নির্ধারিত এজেন্ডা মোতাবেক চলতি মেয়াদে অ্যাসোসিয়েশনের শরীফ আনোয়ার হোসাইনকে প্রেসিডেন্ট, রিচার্ড ডি’ রোজারিওকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং মোহাম্মদ আলী, এফসিএ কে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করেন।

এসআই/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।