স্বল্পোন্নত দেশ থেকে বের হতে ৫ চ্যালেঞ্চ : অর্থমন্ত্রী


প্রকাশিত: ০৮:২৫ এএম, ২৮ অক্টোবর ২০১৪

বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের কাতার থেকে মধ্য আয়ের দেশে উন্নীত করতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি ৫টি চ্যালেঞ্চ মোকাবেলা করতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। মঙ্গলবার হোটেল সোনারগাঁওয়ে ‘এশিয় প্যাসিফিক অঞ্চলে অর্থনৈতিক সাবলম্বিতায় দুর্বলতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 বলেছেন, বিশ্বায়নের প্রক্রিয়ায় স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অনেক ভালো করেছে। কিন্তু আন্তর্জাতিক দাতা দেশগুলো সে অনুযায়ী আমাদের সাথে ভালো ব্যবহার করছে না। বাংলাদেশকে যে ধরনের সহযোগিতা করা দরকার তারা তা করছে না। যা খুবই দুঃখজনক।

মন্ত্রী বলেন, আগামী ২০২০ সালের মধ্যে স্বল্পোন্নত ৪৮টি দেশের মধ্য থেকে ১৫ শতাংশ উন্নত দেশের কাতারে চলে যাবে। এ সময় মধ্য আয়ের দেশে উন্নীত করতে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর জন্য উন্নত দেশগুলোর প্রতি আহবান জানান তিনি।

মুহিত আরও বলেন, স্বল্পোন্নত দেশের কাতার থেকে বের হতে ৫টি চ্যালেঞ্চ মোকাবেলা করতে হবে। সেগুলো হলো- সম্পদের যথাযথ ব্যবহার, অভ্যন্তরীণ সম্পদের উন্নয়ন তরান্বিত করা, দারিদ্র বিমোচন, প্রযুক্তিগত উন্নয়ন এবং মানবসম্পদের উন্নয়ন।

তিনি বলেন, জলবায়ু ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ অনেক উদ্যোগ নিয়েছে। এতে কতটা কাজ হয়েছে- তা খতিয়ে দেখার সময় হয়েছে। তবে জলবায়ু পরিবর্তনের ক্ষতি বাংলাদেশের অনেক অর্জনকে বিনষ্ট করতে পারে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, স্বল্পোন্নত দেশগুলোর আন্তর্জাতিক বাজার প্রসার, বিনিয়োগ বড়ানো, স্বক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তিগত উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে বেশি মনোযোগ দেওয়া দরকার।

৩ দিন ব্যাপী এই সেমিনারের আয়োজন করেছে বাংলাদেশ সরকার ও ইউনাইটেড ন্যাশনস ইকোনোমিক অ্যান্ড সোশাল কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক (ইউএনএসকেফ)। সেমিনারে এসময় আরও উপস্থিত ছিলেন- অর্থ প্রতিমন্ত্রী মো. আব্দুল মান্নান, ইউএনএসকেফের সেক্রেটারি জেনারেল শামসদ আখতার, অর্থসচিব মো. মেজবাহ উদ্দীন প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।