এনআরবিসি ব্যাংকের নতুন এমডি মুখতার, এএমডি তালহা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৯ পিএম, ১২ জানুয়ারি ২০২০

চতুর্থ প্রজন্মের বেসরকারি এনআরবি কমার্শিয়াল ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মুখতার হোসেন।

এছাড়াও কাজী মো. তালহাকে ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও এনআরবিসি ইসলামিক ব্যাংকিং ‘আল আমিন’ এর প্রধান এবং মো. রবিউল ইসলামকে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

রোববার ব্যাংকটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মুখতার হোসেন এর আগে এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দক্ষতা ও নিষ্টার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও এনআরবিসি ইসলামিক ব্যাংকিং ‘আল আমিন’ এর প্রধান হিসেবে নিয়োগ পাওয়া কাজী মো. তালহা ২০১৬ সাল থেকে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এনআরবিসি ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেয়ার আগে মো. রবিউল ইসলাম ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডে (এনসিসি) কর্মরত ছিলেন।

এসআই/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।