১শ থেকে ৬ লাখ, টিপটপ ঘর সাজানোর সব মেলে যেখানে

ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক ক্যাম্পাস প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৯ পিএম, ১২ জানুয়ারি ২০২০

মানুষভেদে রুচির তারতম্য থাকলেও নিজের থাকার কিংবা পড়ার ঘরটি সুন্দর আর পরিপাটি হোক, এটি কে না চায়। এ ক্ষেত্রে পুরুষদের চেয়ে নারীদের এগিয়ে রাখতে হবে। এ জন্য হয়তো ঘর সাজানোর সামগ্রীগুলো নারীদেরকেই বেশি কিনতে দেখা যায়। তবে নারী-পুরুষ সবার মাঝেই কদর বাড়ছে এসব পণ্যের। আর চাহিদা থাকায় দোকানিরাও এসব পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। রাজধানী নিউ মার্কেটের পাশে চন্দ্রিমা সুপার মার্কেটে গিয়ে দেখা যায়- অন্যান্য পণ্য সামগ্রীর পাশাপাশি এখানে রয়েছে বেশ কিছু ঘর সাজানোর পণ্যের দোকান।

showpis-1.jpg

মার্কেটে ঢুকতেই চোখে পড়ে কসবা এন্টারপ্রাইজ। বেশ আলোকোজ্জ্বল দোকান। দূর থেকে দেখে চোখ ফেরানো যায় না। দোকানটিতে রয়েছে- বিভিন্ন ধরনের শোপিস, হরেক রকম ডিজাইনের ঘড়ি, টার্কিস লাইট (তুরস্ক থেকে আনা) বিভিন্ন ডিজাইনের ফুলদানি, কাচের তৈরি মোরগ, ঘোড়া, হরিণের মাথা, টিয়া পাখি, হাতি সহ বিভিন্ন পশু পাখির হুবহু নকল মূর্তি। রয়েছে- দামি এলইডি লাইট সহ মনোমুগ্ধকর ডিজাইনের টেবিল ল্যাম্প।

কসবা এন্টারপ্রাইজের কর্ণধার সমীর হোসেন জানান, চাকরি ছেড়ে ২২ বছর ধরে এসব পণ্য সামগ্রীর ব্যবসা করছেন। দোকানের সব পণ্যই দেশের বাইরে থেকে আনা। তবে চায়না পণ্যের সমাহারই বেশি। সর্বনিম্ন ১০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ সাড়ে ছয় লাখ টাকার পণ্য পাওয়া যাবে এ দোকানে।

flower-3.jpg

পাশেই রয়েছে সিসিল এন্টারপ্রাইজ। এখানকার পণ্যের ধরন একটু ভিন্ন। ঘর সাজানোর পণ্যের মধ্যে এখানে রয়েছে- রাবার, প্লাস্টিকের তৈরি থাইল্যান্ডের হরেক রকমের ফুল। তবে ফুলদানিতে রাখা এসব ফুল দেখে বোঝার উপায় নেই, এগুলো কৃত্রিম ফুল। সঙ্গে কাচ, কাঠ আর পিতলের তৈরি নান্দনিক ফুলের টবও রয়েছে। দেখলে মনে হবে শৈল্পিক ছোঁয়ার কোনো অংশে কমতি নেই তাতে।

মোহাম্মদ মহিন খান দীর্ঘ ৫ বছর ধরে কাজ করছেন এ দোকানে। তিনি জানান, কোনো উৎসব-অনুষ্ঠানকে কেন্দ্র করে ক্রেতা সমাগম বেশি হয়। এছাড়া সারা বছর বিক্রি একই রকম থাকে।

showpis-1.jpg

তবে রিকশা নগরী ঢাকার রাস্তায়ই যে শুধু রিকশা থাকবে তা নয়। আলমারিতে বা টেবিলে রাখার খুব ছোট আকৃতির রিকশার দেখা মিলল লিমা ক্রাফটসে। সঙ্গে রয়েছে সিএনজিও। এছাড়াও দেখা মিলল, কাঠের তৈরি নৌকা, ভারত থেকে আমদানিকৃত সেগুন কাঠের তৈরি মেয়েদের চুড়ি রাখার বক্স, ঐতিহ্যময় বাদ্যযন্ত্র কলের গান, বিভিন্ন ডিজাইনের আয়না, নারিকেলের খোসা দিয়ে তৈরি বাবুই পাখির বাসা সহ ঘর সাজানোর হরেক রকম সব সৌখিন সামগ্রী।

flower-3.jpg

এসব দোকানে সাধারণের জন্য যেমন রয়েছে স্বল্প মূল্যের পণ্য তেমনি উচ্চবিত্তদের জন্য রয়েছে দামী পণ্য। দোকানী মো. সোলাইমান মিয়া জানান, এসব পণ্যের দাম সর্বনিম্ন ৫০ টাকা থেকে সর্বোচ্চ ২০ হাজার টাকার মধ্যে রয়েছে।

মেয়েকে নিয়ে রাজধানীর মিরপুর থেকে কেনাকাটা করতে এসেছেন সালমা বেগম। মা-মেয়ে দুজনেই খুব সৌখিন আর ঘর সাজাতে পছন্দ করেন। সালমা বেগম বলেন, 'নতুন ফ্লাট নিয়েছি। তাই ঘর সাজানো প্রয়োজন। এজন্য পছন্দের অনেক জিনিস কিনলাম। আরও অনেক কিছু কিনব।'

রাজধানীর অন্য সব বড় বড় শপিং কমপ্লেক্সের তুলনায় এখানকার পণ্যের দাম কিছু কম বলেও জানান তিনি।

নাহিদ হাসান/এফআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।