সুহৃদ ইন্ডাস্ট্রিজের ইজিএম ও রেকর্ড ডেট পরিবর্তন


প্রকাশিত: ০৭:১১ এএম, ০৪ অক্টোবর ২০১৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত সুহৃদ ইন্ডাস্ট্রিজ বিশেষ সাধারণ সভার (ইজিএম) তারিখ ও রেকর্ড ডেট পরিবর্তন করা হয়েছে। নতুন তারিখ অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ইজিএম অনুষ্ঠিত হবে এবং এ সংকান্ত্র রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ অক্টোবর। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ তাদের অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা থেকে বাড়িয়ে ১০০ কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি শেয়ার হোল্ডারদের সম্মতির জন্য ২২ অক্টোবর বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বন করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। একই সঙ্গে ১৫ অক্টোবর রেকর্ড ডেট নির্ধারণ করেছিল।

ইজিএম ও রেকর্ড ডেট পরিবর্তিত হলেও অন্যান্য সকল বিষয় অপরিবর্তিত থাকবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে। এ হিসাবে পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ২৯ অক্টোবর সকাল সোয়া ১০টায় গাজীপুরে অবস্থিত কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গণে ইজিএম অনুষ্ঠিত হবে।

উল্লেখ, ‘এন’ ক্যাটাগরির প্রতিষ্ঠানটি ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

এসআই/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।