সুহৃদ ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা


প্রকাশিত: ০৬:৫৪ এএম, ২৮ অক্টোবর ২০১৪

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোস্পানি সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ার হোল্ডারদের জন্য ১৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে।

সোমবার সর্বশেষ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা দেয় কোম্পানির পরিচালনা পর্ষদ। ঘোষিত এ লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতি নিতে আগামী ২০ ডিসেম্বর কোম্পানির ফ্যাক্টরিতে সকাল ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। আর শেয়ারহোল্ডার নির্ধারণের জন্য রেকর্ড ডেট আগামী ২০ নভেম্বর।

২০ ডিসেম্বর একই স্থানে সকাল ১০ টায় কোম্পানির বিশেষ জরুরী সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে। এ সভায় কোম্পানিটি অনুমোদিত মূলধন ৫০ কোটি থেকে ১০০ কোটি টাকায় উন্নীত করার ঘোষনা দেয়া হবে।

শেষ হওয়া অর্থ বছরে সুহৃদের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৬৪ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ২০.২২ টাকা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।