গাড়ি বিক্রিতে ১৯-এ রেকর্ড বিএমডব্লিউর

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ০৮ জানুয়ারি ২০২০

গাড়ি বিক্রিতে রেকর্ড অর্জন করল জার্মানির বিলাসবহুল গাড়ি নির্মাতাপ্রতিষ্ঠান বিএমডব্লিউ। ২০১৯ সালে আড়াই মিলিয়ন গাড়ি বিক্রি করেছে প্রতিষ্ঠানটি।

কোম্পানির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে আজ বুধবার এ তথ্য জানানো হয়।

কোম্পানির বিক্রয় বিভাগের প্রধান পিটার নোটা জানান, ২০১৯ সালে আড়াই মিলিয়ন (২৫ লাখ) গাড়ি বিক্রি করেছে বিএমডব্লিউ।

এ তথ্য জানানোর পাশাপাশি নতুন বছরে কোম্পানির আরও অগ্রগতির সম্ভাবনার কথা উল্লেখ করেছেন তিনি। তার আশা চলতি বছরে বিক্রির সংখ্যা আরও বাড়বে।

বিএমডব্লিউর ম্যানেজমেন্ট বোর্ডের সদস্য নোটা বলেন, আমরা আসছে বছরকে (২০২০ সাল) আত্মবিশ্বাসের সঙ্গেই দেখছি এবং আমাদের লক্ষ্য ২০২০ সালে বিক্রি আরও বাড়ানো।’

এসআর/এমএস

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।