প্রক্রিয়াজাত খাদ্যপণ্য নিয়ে কাজ করতে আগ্রহী কানাডা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৬ পিএম, ০৬ জানুয়ারি ২০২০

বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোর মধ্যে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য অন্যতম। এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী কানাডা। ফেব্রুয়ারিতে দেশটির একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে বলে জানিয়েছে ঢাকায় নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত বেনোয়েট প্রিফনটেইন।

সোমবার সচিবালয়ে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের রাষ্ট্রদূত একথা বলেন।

বেনোয়েট প্রিফনটেইন বলেন, ‘বাণিজ্যের সঙ্গে সঙ্গে জনগণের মধ্যেও দুই দেশের সম্পর্ক খুব ভালো। এ দেশের অপরচুনিটি দেখতে কানাডার ব্যবসায়ী, গবেষক এবং সরকারের বাংলাদেশে আশা প্রয়োজন। এসব অপরচুনিটি দেখতেই ফেব্রুয়ারিতে কানাডার সাচকাচুয়ান প্রদেশের কৃষিমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশে আসবে।’

তিনি বলেন, ‘বাণিজ্যিকভাবে উন্নয়নে বাংলাদেশ ও কানাডার মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের পণ্যে বৈচিত্র্য আনা প্রয়োজন। রফতানির ক্ষেত্রে বাংলাদেশ তৈরি পোশাকের ওপর অনেক বেশি নির্ভরশীল। কিন্তু অন্য খাতেও উন্নয়ন সম্ভব। এর মধ্যে প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে বেশ সম্ভাবনা আছে। আজকে এ বিষয়ে কৃষিমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী কানাডা।’

১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল বাংলাদেশে গড়ে উঠবে। এর মধ্যে একটিতে শুধু জাপানি ব্যবসায়ীরা বিনিয়োগ করবে- এক্ষেত্রে কানাডার অবস্থা কি জানতে চাইলে কানাডার রাষ্ট্রদূত বলেন, ‘এক্সপোর্ট প্রসেসিং জোনে অনেক কানাডিয়ান কোম্পানি রয়েছে। তাদের অভিজ্ঞতা খুব ভালো। ভবিষ্যতে অর্থনৈতিক অঞ্চলেও কানাডিয়ান ব্যবসায়ীরা বিনিয়োগ করবে বলে আশা করছি।’

ফেব্রুয়ারিতে কানাডার যে উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল আসছে সেখানে প্রতিনিধিত্ব করবে কে জানতে চাইলে বেনোয়েট প্রিফনটেইন বলেন, ‘কানাডার সাচকাচুয়ান প্রদেশের কৃষিমন্ত্রীর নেতৃত্বে বেশকিছু কোম্পানির প্রতিনিধি দল আসবে।’

এমইউএইচ/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।