মঙ্গলবার শেয়ারবাজারে লেনদেন বন্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪১ এএম, ৩০ ডিসেম্বর ২০১৯

ব্যাংক হলিডের কারণে আগামীকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দেশের শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) থেকে এ তথ্য জানা গেছে।

দেশে প্রতি বছর ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে পালন করা হয়। এইদিন ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন বন্ধ থাকে। যে কারণে শেয়ারবাজারের লেনদেনও বন্ধ থাকে। কারণ, শেয়ারবাজারে যে লেনদেন হয় তা ব্যাংকের মাধ্যমেই হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিএসইর নতুন পরিচালক শাকিল রিজভী বলেন, ব্যাংক হলিডের দিন শেয়ারবাজারে লেনদেন হয় না। এবারও হবে না। বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে।

তিনি বলেন, শেয়ারবাজারে বিনিয়োগকারীরা বিও হিসাবের মাধ্যমে শেয়ার ক্রয়-বিক্রয় করলেও টাকার লেনদেন হয় ব্যাংকের মাধ্যমে। যে কারণে ব্যাংকের লেনদেন বন্ধ থাকলে শেয়ারবাজারে লেনদেন কার্যক্রম চালানো যায় না। তাই ব্যাংক হলিডতে শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকে।

এমএএস/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।