দোকান-ফ্ল্যাট বুকিং দিলে স্মার্ট টিভি ফ্রি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩০ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৯

দোকান ও বাণিজ্যিক ফ্লোর অথবা ফ্ল্যাট বুকিং দিলেই ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি ফ্রি দিচ্ছে সেবা হোল্ডিং লিমিটেড। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত শীতকালীন আবাসন মেলা-২০১৯-এ অফারটি দিচ্ছে প্রতিষ্ঠানটি।

মেলা প্রাঙ্গণে জাগো নিউজকে প্রতিষ্ঠানটির অফার সম্পর্কে জানান সেবা হোল্ডিংয়ের মার্কেটিং ও সেলস ম্যানেজার মোহাম্মদ নূরুল হুদা।

তিনি বলেন, ‘ঢাকা ও ঢাকার বাইরে জমির মালিকের সঙ্গে যৌথ মালিকানায় আমরা ব্যবসা পরিচালনা করি। বর্তমানে ঢাকাতে আমাদের চারটি প্রকল্প রয়েছে। ঢাকার বাইরে চাঁদপুর শহরে রয়েছে চারটি প্রকল্প। মেলা প্রাঙ্গণ থেকে এ প্রকল্পের যেকোনো একটিতে বুকিং দিলেই ক্রেতাদের ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি ফ্রি দেয়া হবে। দোকান অথবা ফ্ল্যাট যেটাই বুকিং দেয়া হোক, প্রতিটির বুকিং মানি ২৫ হাজার টাকা।’

ঢাকাতে যে চারটি প্রকল্প রয়েছে, এর প্রতিটি আবাসিকের জন্য জানিয়ে ম্যানেজার মোহাম্মদ নূরুল হুদা বলেন, ‘দোকানের জন্য যেগুলো ছিল সব বিক্রি হয়ে গেছে। ঢাকা শহরে চলমান প্রকল্পগুলোতে যে ফ্ল্যাট রয়েছে তার দাম ১ কোটি ১৫ লাখ টাকা থেকে ১ কোটি ৫০ লাখ টাকা। অপরদিকে ঢাকার বাইরের প্রকল্পের ফ্ল্যাটের দাম ৩৫ লাখ টাকা থেকে ৪০ লাখ টাকা। আর দোকানের দাম ২০ লাখ থেকে ২৫ লাখ টাকা।’

তিনি বলেন, মেলা থেকে কেউ আমাদের প্রকল্পের ফ্ল্যাট অথবা দোকান বুকিং দিলে ১৮ মাসের মধ্যে তাকে ফ্ল্যাট ও দোকান বুঝিয়ে দেয়া হবে। ফ্ল্যাট ও দোকানের মূল্য এককালীন পরিশোধের পাশাপাশি কিস্তিতেও পরিশোধের সুযোগ আছে। একজন গ্রাহক সর্বোচ্চ ১৮টি কিস্তিতে টাকা পরিশোধ করতে পারবেন। এছাড়া গ্রহক চাইলে লোনের (ঋণ) ব্যবস্থাও করে দেয়া হবে। এক্ষেত্রে গ্রাহক সর্বোচ্চ ৭০ শতাংশ লোন সুবিধা পাবেন।

মেলা প্রাঙ্গণ থেকে কেমন সাড়া পাওয়া গেছে? জানতে চাইলে তিনি বলেন, ‘মেলায় দর্শনার্থীরা ভালোই আসছেন। তবে আমরা এখনও মেলা থেকে একটি বুকিংও পাইনি। অবশ্য ৬৩ জন এসে তথ্য সংগ্রহ করেছেন। তারা আরও আলাপ-আলোচনা করবেন এবং প্রকল্প ঘুরে দেখে হয়তো সিদ্ধান্ত নেবেন।’

‘রিহ্যাব উইন্টার ফেয়ার ২০১৯’ নামে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহ্যাব আয়োজিত পাঁচ দিনব্যাপী এ মেলা চলবে আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত। মেলায় ১৬০টি প্রতিষ্ঠানের মোট ২৩০টি স্টল রয়েছে। ১১৬টি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের পাশাপাশি ৩০টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ১৪ অর্থলগ্নীকারী প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে।

প্রতিদিন সকাল ১০ থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। মেলায় দুই ধরনের টিকিটের ব্যবস্থা করা হয়েছে। একটি সিঙ্গেল এন্ট্রি অপরটি মাল্টিপল এন্ট্রি। সিঙ্গেল টিকিটের প্রবেশ মূল্য ৫০ টাকা। আর মাল্টিপল এন্ট্রি টিকিটের প্রবেশ মূল্য ১০০ টাকা। মাল্টিপল এন্ট্রি টিকিট দিয়ে একজন দর্শনার্থী মেলার সময় পাঁচবার প্রবেশ করতে পারবেন। এন্ট্রি টিকিটের প্রাপ্ত সব অর্থ দুস্থদের সাহায্যার্থে ব্যয় করা হবে। মেলায় প্রবেশ টিকিটের ওপর র‌্যাফেল ড্রর প্রথম পুরস্কার একটি প্রাইভেটকার।

এমএএস/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।