মালেক স্পিনিংয়ের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা


প্রকাশিত: ১১:০৪ এএম, ২৭ অক্টোবর ২০১৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মালেক স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানির ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য মালেক স্পিনিংয়ের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ ডিসেম্বর, সকাল ১০টা ৩০মিনিটে, টুরিস্ট মিলনায়তন-৫৪৫, পুরাতন বিমান বন্দর সড়ক, ঢাকা ক্যান্ট, ঢাকা-১২০৬ এ অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ নভেম্বর।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৩৩ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৪৫.০৬ টাকা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।