ভুটানে রপ্তানি বাড়াতে চায় সরকার


প্রকাশিত: ১০:৫৪ এএম, ২৭ অক্টোবর ২০১৪

সরকার ভুটানের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, বাংলাদেশ ভুটানের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি রিভিউ করে রপ্তানি বাণিজ্য বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করবে। বাংলাদেশ ভুটান থেকে পাথর ও বোল্ডার আমদানি করবে। পদ্মা সেতু নির্মাণে এসব ব্যবহার করা হবে। ভুটানে সেবা খাতে রপ্তানির সুযোগ রয়েছে, বাংলাদেশ এ সুযোগ কাজে লাগাতে চায়। ভূটানের বাজারে বাংলাদেশের বিভিন্ন খাদ্য পণ্য রপ্তানি হচ্ছে।

সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভূটানের রাষ্ট্রদূত দাসো বাপ কিসাং এর সঙ্গে মত বিনিময় কালে এ কথা বলেন মন্ত্রী। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

মন্ত্রী আরো বলেন, ভুটানের সাথে বাংলাদেশ বাণিজ্য বৃদ্ধির সুবিধা প্রয়োজন। ট্রানজিট ও ট্রানসিপমেন্ট চুক্তির জন্য বাংলাদেশ, ভূটান এবং ভারতের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা চলছে। ভুটান থেকে বাংলাদেশ বিভিন্ন খাদ্যপণ্য আমদানি করে থাকে। ভুটান জুস জাতীয় খাদ্য পণ্য বাংলাদেশে রপ্তানি করার প্রস্তাব দিয়েছে।

তোফায়েল আহমেদ মন্ত্রী বলেন, ভূটান বাংলাদেশর পরিক্ষীত বন্ধু। ভূটান স্বাধীন বাংলাদেশকে বিশ্বের মধ্যে প্রথম স্বীকৃতিদান করে। এজন্য বাংলাদেশ ভূটানের কাছে কৃতজ্ঞ। ভূটানের সাথে বাংলাদেশের ব্যবসায়ীক সম্পর্ক দীর্ঘদিনের। গত ২০১৩-২০১৪ অর্থ বছরে বাংলাদেশ ভূটানে রপ্তানি করেছে ১ দশমিক ৯১ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য এবং একই সময়ে আমাদনি করেছে ২২ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার।  বাংলাদেশ ভূটানের বাজারে বাংলাদেশের তৈরী পোশাকের প্রচুর চাহিদা রয়েছে। সেখানে তৈরী পোশাক রপ্তানির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া ভূটানে সেবা খাতে রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে। সরকার ভূটানে বাংলাদেশের পণ্য ও সেবা রপ্তানি বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।