ইউসিবি’র ১৪১তম শাখার উদ্বোধন


প্রকাশিত: ০৯:৩৮ এএম, ২৭ অক্টোবর ২০১৪

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) ১৪১তম শাখা কার্যক্রম শুরু করেছে। ব্যাংকের পরিচালক মো. জাহাঙ্গীর আলম খান সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের আরেক পরিচালক মো. তানভীর খান।

অন্যান্যদের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম শহিদুল ইসলাম এবং  মীর্জা মাহমুদ রফিকুর রহমানসহ ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৯৮৩ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম প্রধান বেসরকারী ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড দেশজুড়ে বিস্তৃত শাখা নেটওর্য়াকের মাধ্যমে গ্রাহকদের সর্বোত্তম সেবা নিশ্চিত করে আসছে।

এই শাখায় উদ্বোধনী দিন হতেই বিশ্বখ্যাত ওরাকল ফিন্যানশিয়াল সার্ভিস সফটওয়্যার এর কোর ব্যাংকিং সিস্টেমস (সিবিএস) এর মাধ্যমে আর্থিক সেবা প্রদান করা হবে যা ফ্লেক্সকিউব ইউনিভার্সাল ব্যাংকিং সিস্টেম নামেও পরিচিত।

জাহাঙ্গীর আলম খান তার বক্তব্যে বলেন, উৎকর্ষ ব্যাংকিং সেবার পাশাপাশি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতাকে অত্যন্ত গুরুত্ব দেয় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। ভবিষ্যতে ব্যাংকের সেবার খাতকে আরো প্রসারিত করতে সকলের সহযোগিতা জরুরি।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানান, সময়ের পরিবর্তনে গ্রাহক চাহিদা এবং ব্যাংকিং সেবার ক্ষেত্রে পরিবর্তন এসেছে। আর এই পরিবর্তনের সাথে সমন্বয় রেখেই সর্বোত্তম সেবা দিয়ে চলেছে ইউসিবি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।