প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ‘এ প্লাস’ ক্রেডিট রেটিং অর্জন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৬ এএম, ১০ ডিসেম্বর ২০১৯

ক্রেডিট রেটিং তথ্য প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সাধারণ বীমা খাতের কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স। ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান কোম্পানিটিকে ‘এ প্লাস’ রেটিং দিয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটি ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান থেকে পাওয়া তাদের এ অবস্থান প্রকাশ করেছে।

ডিএসই জানিয়েছে, ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইএসিআরএল) দীর্ঘ মেয়াদে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সকে ‘এ প্লাস’ রেটিং দিয়েছে। আর স্বল্প মেয়াদে ‘এসটি-২’ রেটিং দিয়েছে।

বীমা কোম্পানিটির ২০১৮ সালের সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ক্রেডিট রেটিং দেয়া হয়েছে।

এমএএস/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।