দেড় ঘণ্টা পর বাজার আপডেট দিল ডিএসই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৯ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৯

কারিগরি জটিলতার কারণে প্রায় দেড় ঘণ্টা বাজার আপডেট দেয়া বন্ধ রাখার পর দুপুর ১২টা ২০ মিনিটের দিকে আবার বাজার আপডেট দিয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

সোমবার সকালে স্বাভাবিকভাবেই ডিএসইতে লেনদেন শুরু হয়। ১০টা ৫৬ মিনিটে ডিএসইর প্রধান মূল্যসূচক ২১ পয়েন্ট পড়ে যায়। এরপরই বন্ধ হয়ে যায় ডিএসইর বাজার আপডেট দেয়া। প্রায় দেড় ঘণ্টা বন্ধ রাখার পর দুপুর ১২টা ২০ মিনিটে আবার বাজার আপডেট দেয় ডিএসই।

দীর্ঘসময় বাজার আপডেট বন্ধ রাখার বিষয়ে ডিএসইর জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) শফিকুর রহমান জাগো নিউজকে বলেন, টেকনিক্যাল কারণে এ সমস্যা হয়েছে।

এমএএস/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।