শেয়ার ব্যবসা করতে পারবেন মার্চেন্ট ব্যাংকের এমডিরা
মার্চেন্ট ব্যাংক ও তার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) শেয়ার ব্যবসার পথ উন্মুক্ত করে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসইসির চেয়ারম্যান খায়রুল হোসেনের সভাপতিত্বে বৃহস্পতিবার অনুষ্ঠিত ৭০৭তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার) বিধিমালা, ১৯৯৬ এর সংশোধন প্রস্তাব কিছু পরিবর্তন সাপেক্ষে চূড়ান্তভাবে অনুমোদন দেয়া হয়েছে।
এর ফলে মার্চেন্ট ব্যাংক ও তার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তারা (সিইও) তাদের ইস্যু ব্যবস্থাপনায় নিয়োজিত কোম্পানি ছাড়া অন্যসব কোম্পানির শেয়ার কেনাবেচা করতে পারবেন।
এমএএস/বিএ