সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ


প্রকাশিত: ০৭:২৭ এএম, ২৫ অক্টোবর ২০১৪

চাঁপাইনবাবগঞ্জে ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও স্থানীয় যুবলীগ নেতা মুনিরুল ইসলামকে হত্যার প্রতিবাদে সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রফতানি বন্ধ রয়েছে।

সোনামসজিদ স্থলবন্দরে কর্মরত বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্রতিনিধি আমিনুল ইসলাম জানান, সোনামসজিদ স্থলবন্দরে শুক্রবার সন্ধ্যায় সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও স্থানীয় যুবলীগ নেতা মনিরুল ইসলামকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এর প্রতিবাদে শনিবার সকাল থেকে মনিরুল ইসলামের সহকর্মী ও সমর্থকরা বন্দরে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা জিরো পয়েন্টে লাঠিসোটা নিয়ে সকাল ১০টার দিকে অবস্থান নেন। ফলে আমদানি করা মালামাল নিয়ে ভারত থেকে কোনো ট্রাক সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করছে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।