‘মাস্টার ব্র্যান্ড’ অ্যাওয়ার্ড পেল রিজেন্ট এয়ারওয়েজ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৭ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৯

দেশের এভিয়েশন খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বাংলাদেশ মাস্টার ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০১৯’ অর্জন করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ।

নিরাপত্তা রেকর্ড, অনটাইম পারফরম্যান্স, উদ্ভাবনী এবং কার্যকর অনুশীলনের সঙ্গে নেটওয়ার্কের দৃঢ়তা বাড়ানোর মানদণ্ড বিবেচনায় দেশীয় বিমান সংস্থাগুলোর মধ্যে রিজেন্ট এয়ারওয়েজকে মর্যাদাপূর্ণ এই পুরস্কারের জন্য নির্বাচিত করে গ্লোবাল মার্কেটিং ও ব্র্যান্ড গবেষণাভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান সিএমও-এশিয়া।

বুধবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে রিজেন্ট এয়ারওয়েজকে এই পুরস্কার দেয়া হয়। রিজেন্ট এয়ারওয়েজের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা হানিফ জাকারিয়া পুরস্কার গ্রহণ করেন।

পুরস্কার অর্জনে অনুভূতি জানাতে গিয়ে হানিফ জাকারিয়া বলেন, ‘নিরাপত্তা, সময়ানুবর্তিতা ও যাত্রীসেবার ক্ষেত্রে রিজেন্ট এয়ারওয়েজে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। যার ফলে এই আন্তর্জাতিক পুরস্কার অর্জনে সক্ষম হয়েছি আমরা। এ অর্জনে আমরা গর্বিত ও আনন্দিত এবং এই পুরস্কার উৎসর্গ করছি আমাদের সম্মানিত গ্রাহক, ব্যবসায়িক অংশীদার এবং কর্মী বাহিনীকে।’

উল্লেখ্য, হাবিব গ্রুপের সহযোগী সংস্থা রিজেন্টে এয়ারওয়েজ চারটি বোয়িং ৭৩৭-৮০০ এবং একটি ড্যাশ উড়োজাহাজের বহর নিয়ে ছয়টি আন্তর্জাতিক এবং দুটি অভ্যন্তরীণ রুট পরিচালনা করছে।

আরএম/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।