৯ প্রতিষ্ঠানের ৮ কোটি টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৯ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০১৯

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে নয়টি প্রতিষ্ঠানের প্রায় আট কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন ডিএসইর ব্লক মার্কেটে কোম্পানিগুলোর মোট ২০ লাখ ৯১ হাজার ২৮৪টি শেয়ার লেনদেন হয়। শেয়ারের ক্রেতা-বিক্রেতাদের মধ্যে শেয়ারগুলো ১১ বার হাত বদল হয়। টাকার অংকে এ লেনদেনের পরিমাণ দাঁড়ায় সাত কোটি ৯৭ লাখ ১৩ হাজার টাকা।

টাকার অংকে কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের শেয়ার। কোম্পানিটির তিন কোটি ৮১ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বিকন ফার্মাসিউটিক্যালের দুই কোটি ৯৮ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৫৩ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল।

এছাড়া ডিএসইর ব্লকে অংশ নেয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে আইএফআইসির ১৯ লাখ ৮০ হাজার টাকা, এসকে ট্রিমসের ১১ লাখ ৬০ হাজার টাকা, অ্যাডভেন্ট ফার্মার ১১ লাখ ৪৫ হাজার টাকা, ইবনে সিনার আট লাখ ২৫ হাজার টাকা, জেনেক্স ইনফোসিসের ছয় লাখ ৬০ হাজার টাকা এবং রূপালী ইন্স্যুরেন্সের ছয় লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এমএএস/এমএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।