চলন্তিকা বস্তির দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৩ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০১৯

চলন্তিকা বস্তির অগ্নিদুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী দিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন ‘বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)’।

বুধবার রাজধানীর মিরপুরে বঙ্গবন্ধু বিদ্যানিকেতন মাঠে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দেন বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক। এ সময় সংগঠনটির সহসভাপতি এস এম মান্নান (কচি), পরিচালক মো. শিহাবউদ্দোজা চৌধুরী এবং মিরপুর এলাকার পোশাক উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

বিজিএমইএর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ২ হাজার ১০০ পরিবারকে ত্রাণ দেয়া হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ এবং শাড়ি ও লুঙ্গি।

বিজিএমইএ সভাপতি বলেন, আমরা ব্যবসায়ী, পোশাক রফতানি করি। আজ আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি মনের টানে। এ সময় চলন্তিকা বস্তির ক্ষতিগ্রস্তদের বর্তমান পরিস্থিতি মোকাবেলায় ধৈর্য ধারণের পরামর্শ দেন তিনি।

এসআই/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।