প্রবৃদ্ধি বাড়াতে অবকাঠামোতে বিনিয়োগ প্রয়োজন
দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনে গ্যাস-বিদ্যুৎসহ অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়ানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বারের অডিটোরিয়মে বাংলাদেশ বিনিয়োগ বোর্ড ও কানাডা-বাংলাদেশ চেম্বারের যৌথ আয়োজনে ‘অর্থনীতি উন্নয়নে চেম্বার ব্যবসায়ীদের অবদান’ শীর্ষক সেমিনারে বক্তারা এ দাবি জানান।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান ড. এস.এ সামাদ।
তিনি বলেন, বিদেশিরা দেশে আরও বেশি বিনিয়োগ করতে চায়। কিন্তু এর জন্যে অবকাঠামো উন্নয়নের বিকল্প নেই। একই সঙ্গে ভিসা সার্ভিস সহজতর, বিদেশি ঋণসহ সব ক্ষেত্রে বিনিয়োগকারীদের সুবিধা দিতে হবে। আমি আশা করছি খুব শিগগিরই এই সমস্যার সমাধান হবে।
তিনি বিভিন্ন দেশের ব্যবসায়ীদের এদেশে বেশি বেশি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ বিনিয়োগের ভালো একটি জায়গা। এদেশে সহজে সবকিছু পাওয়া যায়। এর মধ্যে রয়েছে স্বস্তা কিন্তু দক্ষ শ্রমিক এবং কম বিনিয়োগে ভালো অবকাঠামো। বিনিয়োগের সবচেয়ে বড় জায়গা হচ্ছে তৈরি পোশাক খাত। এই জন্য আমাদের বিভিন্ন চেম্বারগুলোর সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। যা ব্যবসার জন্য অনেক ভালো হবে।
ড. এস.এ সামাদ বলেন, মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোলস (এমডিজি) এ যেতে হলে অর্থনৈতিক উন্নয়নের বিকল্প নেই। কারণ এদেশের মানুষ সবকিছু করতে পারে। সবকিছুতে ভালো কিছু অর্জন করতে পারে।
কানাডা-বাংলাদেশ চেম্বারের মি. ইয়াং বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে কানাডা পোশাক নিচ্ছে। পোশাকের পাশাপাশি কৃষিপণ্য নিতেও আগ্রহ প্রকাশ করে কানাডা।
তিনি বলেন, কৃষি বিষয়ক পণ্য রফতানির ক্ষেত্রে বেশি গুরুত্ব দিতে হবে। বিশেষ করে আলু, টমেটো, বেগুনসহ নানা পণ্য।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, ডাচ-বাংলা চেম্বারের সভাপতি হাসান খালেদ, ইটালি-বাংলাদেশ চেম্বারের সভাপতি এইচ.এম. হাকিম আলী, থাই-বাংলাদেশ চেম্বারের সভাপতি সাজ্জাতুল জুমা, ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বারের সভাপতি জাহাঙ্গীর বিন আলম, ফিলিপাইন-বাংলাদেশ চেম্বারের সভাপতি রাশেদ মাকসুদ খান, কোরিয়া-বাংলাদেশ চেম্বার, ইন্দোনেশিয়া-বাংলাদেশ চেম্বার, তুর্কি-বাংলাদেশ চেম্বারসহ বিভিন্ন দেশি-বিদেশি চেম্বারের প্রতিনিধিরা অংশগ্রহণ করে।
এসআই/একে/পিআর