মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের চুক্তি সই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৩ পিএম, ২৮ আগস্ট ২০১৯

মিডল্যান্ড ব্যাংক এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স মিডল্যান্ড ব্যাংকের এমডিবি পার্সোনাল লোন, অরক্ষিত এসএমই লোন এবং মাসিক সেভিংস স্কিম প্রোডাক্টসের ইন্স্যুরেন্স কাভারেজ প্রদান করবে।

বুধবার (২৮ আগস্ট) রাজধানীর গুলশানে অবস্থিত মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ের চুক্তি সই অনুষ্ঠিত হয়।

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক মি. ডেভিড জেমস হাওয়ার্ড গ্রিফিতসের উপস্থিতিতে মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আহসান-উজ জামান এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম এম মনিরুল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিটেইল ডিস্ট্রিবিউশন্স মো. রিদওয়ানুল হক, ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্রাঞ্চ এসএমই অ্যান্ড রিটেইল বিজনেস ফয়সাল আহমেদ এবং গার্ডিয়ান লাইফের উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাজ্জাদুল করিমসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

এসআই/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।