আইসিবিতে নতুন এমডি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩২ পিএম, ২৭ আগস্ট ২০১৯

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএসই জানিয়েছে, আইসিবির এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আবুল হুসাইন। গত ২১ আগস্ট থেকে আবুল হুসাইন দায়িত্ব পালন করছেন।

২০১৮-১৯ হিসাব বছরের নয় মাসে (২০১৮ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত) আইসিবির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪ টাকা ৬৭ পয়সা।

২০১৭-১৮ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দেয় আইসিবি। তার আগের হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল প্রতিষ্ঠানটি। তার আগের হিসাব বছরে ৩০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন শেয়ারহোল্ডাররা।

এমএএস/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।