উৎপাদনে ফিরল আরএকে সিরামিকের প্লান্ট ৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২০ পিএম, ২০ আগস্ট ২০১৯

শেয়ারবাজারে তালিকাভুক্ত আরএকে সিরামিকের টাইলস প্লান্ট-৩ এর পুনরায় উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে।

মেশিনারিজ রক্ষণাবেক্ষণের জন্য গত মে মাসে প্লান্ট-৩ এর কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত বছরের ১২ ডিসেম্বর মেশিনারিজ রক্ষণাবেক্ষণের জন্য ৪টি টাইলসের প্লান্টের মধ্যে প্লান্ট-১ এর উৎপাদন কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছিল আরএকে সিরামিক কর্তৃপক্ষ। তবে চলতি বছরের ১৩ মে আবার প্লান্টটির উৎপাদনের ঘোষণা দেয়া হয়। সেই সঙ্গে প্লান্ট-৩ এর কার্যক্রম বন্ধের ঘোষণা দেয়া হয়।

মেশিনারিজ রক্ষণাবেক্ষণের জন্য প্লান্ট-৩ এর কার্যক্রম বন্ধ ঘোষণার তিন মাস পর মঙ্গলবার আবার উৎপাদনে আসার ঘোষণা দেয়া হলো। আগামীকাল ২১ আগস্ট থেকে প্লান্টটির উৎপাদন আবার শুরু হবে।

এমএএস/এমএসএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।