বাংলাদেশে উদ্ভাবন কেন্দ্র প্রতিষ্ঠা করতে চায় হুয়াওয়ে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৫ পিএম, ০৬ আগস্ট ২০১৯

বাংলাদেশে আন্তর্জাতিক মানের উদ্ভাবন কেন্দ্র (ইনোভেশন সেন্টার) প্রতিষ্ঠা করতে আগ্রহ প্রকাশ করেছে চীনভিত্তিক টেলিযোগাযোগ প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস কোম্পানি লিমিটেড।

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কার্যালয়ে প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে এ আগ্রহ প্রকাশ করে হুয়াওয়ের এক প্রতিনিধি দল।

বিডা সংশ্লিষ্টরা বলছেন, হুয়াওয়ের প্রতিনিধি দল বাংলাদেশের বিনিয়োগ পরিবেশের প্রশংসা করেছে। ২০২০ সালে নতুন প্রকল্পের মাধ্যমে বিগ ডাটা এনালাইসিস, সাইবার সিকুরিটি এনালাইসিসসহ বেশ কয়েকটি খাতে বিনিয়োগের আশাবাদ ব্যক্ত করেন তারা।

প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়ের সময় বিডার নির্বাহী চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশ বিনিয়োগের উৎকৃষ্ট জায়গা। দেশের বিনিয়োগ পরিবেশের মান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিনিয়োগকারীদের সর্বোচ্চ সেবা দিতে বিডা প্রস্তুত।

তিনি আরও বলেন, বাংলাদেশে আন্তর্জাতিক মানের ইনোভেশন সেন্টার প্রতিষ্ঠার ক্ষেত্রে হুয়াওয়েকে সার্বিক সহযোগিতা করবে বিডা।

এ সময় বিডা ও হুয়াওয়ে যৌথ উদ্যোগে শেনচেনভিত্তিক প্রথম সারির ২৪ থেকে ২৫টি প্রতিষ্ঠানের সমন্বয়ে ইনভেস্ট ইন বাংলাদেশ ফোরাম গঠনের প্রস্তাব দেন আমিনুল ইসলাম।

পিডি/এমএসএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।