ফের বাড়ল সোনার দাম
মূল্যবৃদ্ধির ১২ দিনের মাথায় ফের সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভরিপ্রতি স্বর্ণে এক হাজার ১৬৬ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে সংগঠনটি।
সোমবার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। মঙ্গলবার (৬ জুলাই) থেকে সোনার এ নতুন দর কার্যকর হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে বর্তমানে গত এক দশকের মধ্যে সোনার দাম সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।
ছাড়া দেশীয় বুলিয়ান মার্কেটে সোনার দাম বাড়ায়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাংলাদেশ জুয়েলার্স সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নেয়া হয়।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করে বাজুস। সর্বশেষ এর আগে গত ২৪ জুলাইও ভরিপ্রতি সোনায় এক হাজার ১৬৬ টাকা বাড়িয়েছিল বাজুস।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালোমানের বা ২৩ ক্যারেটের ভরিপ্রতি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ধরা হয়েছে ৬৫ হাজার ২৭ টাকা।
মঙ্গলবার থেকে ২২ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণ ৫৪ হাজার ৫২৯ টাকা, ২১ ক্যারেটের ভরিপ্রতি সোনা ৫২ হাজার ১৯৬ এবং ১৮ ক্যারেটের সোনা ভরিপ্রতি ৪৭ হাজার ১৮০ টাকায় বিক্রি হবে।
এছাড়া সনাতন পদ্ধতিতে সোনার দাম বেড়ে হয়েছে ২৭ হাজার ৯৯৩ টাকা, আর ২১ ক্যারেটের ভরিপ্রতি রুপার দাম পূর্বের নির্ধারিত ৯৩৩ টাকাই বহাল রয়েছে।
নতুন নির্ধারিত দরে সবচেয়ে ভালোমানের বা ২৩ ক্যারেটের সোনার দামের বিষয়ে কিছু বলা হয়নি। বর্তমানে এ মানের ভরিপ্রতি স্বর্ণ ৬৫ হাজার ২৭ টাকা বিক্রি হচ্ছে। এছাড়া ২২ ক্যারেট বিক্রি হচ্ছে ৫৩ হাজার ৩৬৩ টাকা, ২১ ক্যারেটের ৫০ হাজার ৩০ এবং ১৮ ক্যারেটের ৪৬ হাজার ১৪ টাকায়।
এসআই/এমআরএম